ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত চলবে আরো ২৫ দিন

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৭, ১১:২৮ এএম
ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত চলবে আরো ২৫ দিন

ফাইল ছবি

ঢাকা: নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় ১০ অক্টোবর পর্যন্ত  স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে আগামী ২৫ দিন ভ্রাম্যমাণ আদালত চলতে বাঁধা নেই।

এর ফলে এই সময় পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। এর আগে গত ১ আগস্ট হাইকোর্টের দেওয়া রায় আরো দুই সপ্তাহ স্থগিত করেন আপিল বিভাগ।

গত  ১১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা সংক্রান্ত ২০০৯ সালের আইনের ১১টি ধারা ও উপধারাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেন হাইকোর্ট। একইসঙ্গে এই আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাও অবৈধ ঘোষণা করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!