ব্লু হোয়েল গেম বন্ধের নির্দেশ

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৭, ০১:০৬ পিএম
ব্লু হোয়েল গেম বন্ধের নির্দেশ

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল জায়গায় ব্লু হোয়েল গেইমের সব লিঙ্ক বন্ধ করতে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে আত্মহত্যায় প্ররোচণা দেওয়া ব্লু হোয়েল গেমসহ এ ধরনের সব গেম অবিলম্বে বন্ধের নির্দেশও দিয়েছেন আদালত। আগামী ছয় মাসের মধ্যে বন্ধ করতে বিটিআরসিকে নির্দেশ হাইকোর্টের।

দুপুরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। স্বরাষ্ট্রসচিব, বিআরটিএ কর্তৃপক্ষ, আইজিপিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

হলিক্রসের অষ্টম শ্রেণির ছাত্রী অপূর্বা বর্ধণ স্বর্ণার বাবা আইনজীবী সুব্রত বর্ধণ রোববার (১৫ অক্টোবর) এ বিষয়ে রিট দায়ের করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!