‘জয় বাংলা’ কেন জাতীয় স্লোগান নয়?

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৭, ০৪:১২ পিএম
‘জয় বাংলা’ কেন জাতীয় স্লোগান নয়?

ঢাকা: জয় বাংলাকে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। একসঙ্গে আদালতের এ আদেশটি সরেকারেরর কাছে পৌঁছাতে বিশষে বার্তা বাহকের কথা বলা হয়েছে।

আগামী রোববারের (১০ ডিসেম্বর) মধ্যে অর্থ সচিব, মন্ত্রী পরিষদ সচিবসহ তিনজনের কাছে রুলের জবাব  চাওয়া হয়েছে।

সোমাবার (৪ ডিসেম্বর) দুপুরে এ বিষয়ে দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানী করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ  দেন।

আদালত বলেন, জয় বাংলা স্লোগানই ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে জনগণকে একত্র করেছিল। যার ফলে আমরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করতে পেরেছি।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!