আব্দুল আউয়াল মিন্টুর ৫ মামলা স্থগিত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৭, ০৭:৫৩ পিএম
আব্দুল আউয়াল মিন্টুর ৫ মামলা স্থগিত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা নাশকতার পাঁচ মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মিন্টুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, রাজধানীর রমনা, মালিবাগ ও মতিঝিলে নাশকতার অভিযোগ এনে আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে কয়েকটি রাজনৈতিক মামলা দায়ের করা হয়। হাইকোর্ট সেই মামলাগুলোর ওপর স্থগিতাদেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে মতিঝিল থানায় একটি ও ২০১৫ সালে পল্টন থানায় চারটিসহ মোট পাঁচটি মামলা দায়ের করা হয়।

সোনালীনিউজ/জেএ 

Link copied!