ভর্তিতে ছাত্রীর বৈবাহিক অবস্থা জানতে চাওয়া কেন অবৈধ নয়

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৭, ০৭:২০ পিএম
ভর্তিতে ছাত্রীর বৈবাহিক অবস্থা জানতে চাওয়া কেন অবৈধ নয়

ঢাকা : শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময় কোনো ছাত্রীর বৈবাহিক অবস্থা লিখতে বাধ্য করা কেন অবৈধ ঘোষণা করা হবে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র  সচিব, আইন সচিব, সমাজ কল্যাণ সচিবসহ মোট ১১ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ৪ জানুয়ারি এ বিষয়ে আদালতে একটি অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদালতে এ রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী অনিক আর হক।

সম্প্রতি রাজশাহীর এক কলেজে ভর্তির সময় এক ছাত্রীর বৈবাহিক অবস্থা জানতে চাওয়া হলে। ছাত্রী জানায় স্বামী পরিত্যাক্তা। এ বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!