আইনজীবী থেকে প্রধান বিচারপতি নিয়োগের নোটিশ

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৭, ০১:৫২ পিএম
আইনজীবী থেকে প্রধান বিচারপতি নিয়োগের নোটিশ

ঢাকা: আইনজীবীদের মধ্য থেকে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতি নিয়োগের নির্দেশনা চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে ডাকযোগে এ নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। 

মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব, রাষ্ট্রপতির সচিবসহ সংশ্লিষ্টদের কাছে নোটিশটি পাঠানো হয়েছে। 

৭২ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না পেলে হাইকোর্টে এই আইনজীবী রিট দায়ের করবেন বলে জানিয়েছেন। 

তিনি বলেন, আইনজীবীদের বাদ দিয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মধ্য থেকে আপিল বিভাগের বিচারপতি নিয়োগ দেয়া হয়। যেটি সংবিধানের ৯৫ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!