পুলিশ দম্পতি হত্যা: গৃহকর্মী সুমি খালাস

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৬, ২০১৮, ০৫:৪৪ পিএম
পুলিশ দম্পতি হত্যা: গৃহকর্মী সুমি খালাস

ঢাকা : পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলার আসামি গৃহকর্মী খাদিজা আক্তার সুমিকে খালাস দিলেন আদালত।

রোববার (৬ মে) দুপুরে ঢাকার কিশোর আদালতে এ রায় প্রদান করা হয়। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আল মামুন এ আদেশ দেন।

এর আগে গত ২২ এপ্রিল মামলার শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

এর পরদিন তাঁদের মেয়ে ঐশী রহমান রমনা থানায় নিজে আত্মসমর্পণ করে। পরবর্তী সময়ে তিনি আদালতে হত্যার অভিযোগ স্বীকার করে জবানবন্দি দেন। এরপর ঐশী রহমানের ২০১৫ সালের ১২ নভেম্বর মৃত্যুদণ্ডের রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

পরে ২০১৭ সালের ৫ জুন হাইকোর্ট ঐশীর দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবনের আদেশ দেন।

সোনালীনিউজ/জেডআরসি

Link copied!