আনোয়ার হোসেন মঞ্জুর খালাসের রায় বহাল

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৪, ২০১৬, ০২:২০ পিএম
আনোয়ার হোসেন মঞ্জুর খালাসের রায় বহাল

সোনালীনিউজ ডেস্ক

দুর্নীতির এক মামলায় জেপি চেয়ারম্যান এবং বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
আজ সোমবার দুদকের করা আবেদন খারিজ করে রায় দেয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। মঞ্জুর পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করিম।
আদালত সূত্র জানায়, আনোয়ার হোসেন মঞ্জু ১৯৯৬-২০০১ সালে তৎকালীন সরকারের যোগাযোগ মন্ত্রী থাকাকালে একটি রাস্তা সংস্কারে ৭৫ লাখ টাকা ঘুষ নিয়েছেন-এই অভিযোগ তুলে মামলা করে দুদক। ২০০৭ সালের ২৫ আগস্ট শাহবাগ থানায় করা এ মামলায় ২০০৮ সালে ১০ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৮ আনোয়ার হোসেন মঞ্জুকে ৭ বছরের কারাদন্ড ও ৭৫ লক্ষ টাকা জরিমানা করে। বিচারিক আদালতের এ রায়ের বিরুদ্ধে আবেদন করলে হাইকোর্ট ২০১০ সালের ২৩ আগস্ট আনোয়ার হোসেন মঞ্জুকে খালাস দেয়। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল করে। আপিল আবেদন খারিজ করে দেয় আদালত।

সোনালীনিউজ/এইচএআর

Link copied!