মানবতাবিরোধী অপরাধ মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য আজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৯:১১ এএম
শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য আজ

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ (বৃহস্পতিবার) প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন ও প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হবে। বিচারকাজ ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করার অনুমতি পেয়েছে গণমাধ্যম। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

শেখ হাসিনা ছাড়াও মামলার অন্য দুই আসামি হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এদের মধ্যে মামুন রাজসাক্ষী হতে সম্মত হয়েছেন এবং তার আবেদন গ্রহণ করেছে ট্রাইব্যুনাল।

এর আগে, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে মামলার বিচার শুরুর নির্দেশ দেয়। সেইসঙ্গে ৩ আগস্ট প্রসিকিউশনের বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়। মামলার তিন বিচারক হলেন মো. গোলাম মর্তূজা মজুমদার (সভাপতি), মো. শফিউল আলম মাহমুদ ও মোহিতুল হক এনাম চৌধুরী।

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দায়িত্ব পালন করছেন। অপর আসামি চৌধুরী মামুন ট্রাইব্যুনালে উপস্থিত থেকে মানবতাবিরোধী অপরাধে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করে রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

গত ১ জুলাই অভিযোগ গঠনের শুনানি শেষে ৫টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একইসঙ্গে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এর আগে, ১৭ জুন ট্রাইব্যুনাল তাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। সাত দিনের মধ্যে তারা হাজির না হলে অনুপস্থিতিতে বিচার চলবে বলে জানানো হয়।

ওএফ

Link copied!