জনস্বার্থে পুলিশ কর্মকর্তাদের দুদকে বদলির আদেশ বাতিল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৫:৪৯ পিএম
জনস্বার্থে পুলিশ কর্মকর্তাদের দুদকে বদলির আদেশ বাতিল

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বুধবার (১৫ অক্টোবর) এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং একই পদের মো. জাহিদুর রহমানকে দুদকের পরিচালক হিসেবে বদলি করার আদেশ বাতিল করা হলো। আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) তাদের দুদকের পরিচালক হিসেবে বদলি করা হয়েছিল। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণের জন্য কর্মকর্তাদের চাকরি মন্ত্রিপরিষদে ন্যস্ত করা হয়েছে।

এসএইচ

Link copied!