ধর্ষকের সঙ্গে শিকার নারীর বিয়ে বন্ধে হাইকোর্টে রিট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৮:০৫ পিএম
ধর্ষকের সঙ্গে শিকার নারীর বিয়ে বন্ধে হাইকোর্টে রিট

ফাইল ছবি

সিরাজগঞ্জের এক আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেছেন ধর্ষণের শিকার নারীর সঙ্গে ধর্ষকের বিয়ে বন্ধের জন্য।

বুধবার (২২ অক্টোবর) জনস্বার্থে অ্যাডভোকেট মো. রাকিবুল হাসান এই আবেদন করেন। তিনি জানান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের বেঞ্চ চলতি সপ্তাহে রিটের শুনানি নিতে পারেন।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, পুলিশের আইজি, কারা অধিদফতর ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গায়ক মাইনুল আহসান নোবেলের সঙ্গে তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীর বিয়ে সম্পন্ন হয়েছে। বাদী অভিযোগ করেন, নোবেল কর্তৃক তিনি ধর্ষণের শিকার হয়েছেন এবং মামলাটি বিচারাধীন ছিল।

রিটে আরও বলা হয়েছে, আদালত ও কারাগারে এমন ঘটনা একেবারেই নতুন নয়। ধর্ষণের শিকার নারীর সঙ্গে বিয়ে দিয়ে অপরাধকে সামাজিক ও আইনগতভাবে ‘পার হওয়া’ যায় বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

আবেদনকারীর যুক্তি, বিয়ে দিয়ে কোনো ধরনের অপরাধ কমে যায় না। আইন তার অবস্থান থেকে সরে যেতে পারে না, অপরাধ অপরাধই থেকে যায়। এ ধরনের আয়োজন কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হলে তা অত্যন্ত নিন্দনীয়।

এসএইচ

Link copied!