ফাইল ছবি
ঢাকা: টিএফআই–জেআইসি সেলে গুম, খুন ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৫ সেনা কর্মকর্তার পক্ষে লড়ছিলেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। কিন্তু হঠাৎই সরে দাঁড়ালেন তিনি। কারণ-যাদের বিরুদ্ধে তিনি নিজেই একসময় গুমের অভিযোগ করেছিলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন তাঁদের একজন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার সরোয়ার এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম, গ্রেপ্তোর হওয়া ১৫ কর্মকর্তার মধ্যে একজন রয়েছেন। তাই আর আইনি লড়াইয়ে থাকছি না।’
ট্রাইব্যুনাল-সংক্রান্ত সূত্র জানায়, টিএফআই-জেআইসি সেলে সংঘটিত গুম, নির্যাতন ও হত্যা মামলায় গ্রেফতার ১৫ সাবেক সেনা কর্মকর্তার মধ্যে রয়েছেন একজন, যার বিরুদ্ধে সরোয়ার নিজেই অভিযোগ তুলেছিলেন। এই কারণে ‘স্বার্থের সংঘাত’ এড়াতেই তিনি আইনজীবীর ভূমিকা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং গুম কমিশনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ তিন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ব্যারিস্টার সরোয়ার হোসেন, যিনি নিজেও একসময় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
এর আগের দিন, বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ওই ১৫ কর্মকর্তার পক্ষে শুনানি করেছিলেন তিনি। পরদিনই জানালেন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত।
ট্রাইব্যুনালে এ মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী সপ্তাহে নির্ধারিত হওয়ার কথা রয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :