ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে প্রিজন ভ্যানে দাঁড়িয়ে থাকা নিয়ে সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। পরে তিনি জেদ দেখিয়ে লোহার রড ধরে চলন্ত গাড়িতে দাঁড়িয়ে থাকেন।
মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টা ১৮ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয় ইনুকে। মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয় তাকে। দুদক প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আগামী ২ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।
দুপুর ১২টার দিকে কারাগারের উদ্দেশ্যে নেওয়ার সময় হাজতখানা থেকে বের করার চেষ্টা করলে ইনু পুলিশের ধাক্কা প্রসঙ্গে প্রশ্ন তুলেন এবং প্রিজন ভ্যানে দাঁড়িয়ে যান। পুলিশ তাকে বসার নির্দেশ দেন, কিন্তু ইনু নির্দেশ দেখানোর অনুরোধ করেন। পরে তিনি প্রিজন ভ্যানে লোহার রড ধরে দাঁড়িয়ে থাকেন। গাড়িটি তখন চলছিল।
মামলায় বলা হয়েছে, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখেন ইনু।
এ বছরের ১৬ মার্চ দুদকের সহকারী পরিচালক মো. মেহেদী মুন্সা জেবিন তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। চারটি ব্যাংক হিসাব থেকে মোট ১১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৯ টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ইনু মানিলন্ডারিংয়ে জড়িত বলে অভিযোগ রয়েছে।
মামলায় উল্লেখ, অস্বাভাবিক লেনদেন, দুর্নীতি ও ঘুষ সংঘটন এবং সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন, আড়াল বা রূপান্তরের অভিযোগ আনা হয়েছে। এটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ।
এসএইচ
আপনার মতামত লিখুন :