ফাইল ছবি
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার (৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্ত জানান।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান বলেন, তিনি ঝিনাইদহ-১ আসন থেকে প্রার্থী হবেন এবং বিএনপির মনোনয়ন চেয়েছেন। তিনি আশা করছেন, ধানের শীষ প্রতীকেই নির্বাচনে লড়বেন।
বিএনপি ইতিমধ্যে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বাকি ৬৩টি আসন এখনো ফাঁকা রাখা হয়েছে, যার মধ্যে ঝিনাইদহ-১ অন্যতম। দলের অভ্যন্তরীণ সূত্রে ধারণা করা হচ্ছে, আসাদুজ্জামান এই আসনে মনোনয়ন পাবেন।
চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে তিনি বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
দায়িত্বে থেকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে কাজ করা এই অভিজ্ঞ আইনজীবীর রাজনীতিতে প্রত্যাবর্তন নির্বাচনের মাঠে নতুন মাত্রা যোগ করবে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :