লতিফ সিদ্দিকীর মুক্তিতে বাধা নেই

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ১১:৩০ এএম
লতিফ সিদ্দিকীর মুক্তিতে বাধা নেই

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন হাইকোর্ট বহাল রেখেছে। সোমবার (১০ নভেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট আপিল বিভাগ এই আদেশ দেন। আইনজীবীদের মতে, এই আদেশের ফলে লতিফ সিদ্দিকীর কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে ৬ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ সাবেক মন্ত্রীকে জামিন দিয়েছিলেন। বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ সেই আদেশ দেন।

মামলার প্রেক্ষাপটে জানা যায়, গত ২৯ আগস্ট শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। মামলাটি দায়ের করেন শাহবাগ থানার এসআই মো. আমিরুল ইসলাম।

অন্য আসামিরা হলেন মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম।

মামলার অভিযোগে বলা হয়, ২৮ আগস্ট ঢাকার রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে ‘মঞ্চ ৭১’ আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে লতিফ সিদ্দিকী সরকার উৎখাতের উদ্দেশ্যে সশস্ত্র সংগ্রামের পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট বক্তব্য দিয়েছেন এবং অন্যদের প্ররোচিত করেছেন। বৈঠকে উপস্থিত ৭০–৮০ জনের মধ্যে ১৬ জনকে পুলিশ আটক করে।

এম

Link copied!