রাজধানীর মিরপুরে অগ্নিসংযোগের ঘটনাস্থল থেকে পালানোর সময় তুরাগ নদে ঝাঁপ দিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাইয়াফ (১৮)।
স্থানীয়রা জানান, কিরণমালা পরিবহনের একটি ফাঁকা বাস সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত ১০টার পর কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে থাকা কেরোসিন ছিটিয়ে বাসটিতে আগুন ধরিয়ে মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করতে থাকে। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন তাদের ধাওয়া করে। এ সময় তিনজনের একজন তুরাগ নদে ঝাঁপ দিলে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরেকজন অভিযুক্ত যুবক—রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮)—কে স্থানীয়রা হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। তৃতীয় ব্যক্তি অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান জানান, রাত ১০টা ২২ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগানো হয়। নদীতে ঝাঁপ দেওয়া যুবক সাঁতার না জানায় ডুবে মৃত্যুবরণ করেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ঘটনাস্থলে থাকা বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয়দের ধাওয়ায় পালানোর সময় একজনের মৃত্যু এবং একজনের আটক হওয়া নিশ্চিত করেছেন তিনি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ১০টা ২২ মিনিটে খবর পেয়ে ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এম
আপনার মতামত লিখুন :