শেখ হাসিনা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় কিছুক্ষণের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ঘোষণা করবে। মামলার অন্যতম আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামি নিয়ম অনুযায়ী ত্রিশ দিন বা এক মাসের মধ্যে গ্রেপ্তার অবস্থায় থাকলে আপিল আবেদন করতে পারবেন। রাষ্ট্রপক্ষও একই সময়সীমার মধ্যে আপিল বিভাগে যেতে পারবে।
তবে পলাতক আসামিদের জন্য আলাদা বিধান নেই। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম জানান, যেসব আসামি গ্রেপ্তার নেই, তারা আপিল করতে পারবেন না।
মামলার প্রধান আসামি একজন নারী হওয়ায় আইন অনুযায়ী জামিনের ক্ষেত্রে কিছু বিশেষ সুবিধা থাকলেও, রায় প্রদানের ক্ষেত্রে নারী বা পুরুষ হোক, কোনও আলাদা সুবিধা নেই। শাস্তি নির্ধারণ করা হবে অপরাধের গুরুতরতা এবং প্রমাণের ভিত্তিতে।
এম
আপনার মতামত লিখুন :