হাসিনার পক্ষে লড়ছেন কে এই আইনজীবী মো. আমির?

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৫:২৩ পিএম
হাসিনার পক্ষে লড়ছেন কে এই আইনজীবী মো. আমির?

ছবি: প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে নিযুক্ত হয়েছেন মো. আমির হোসেন। মামলাটির শিরোনাম ছিল ‘চিফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনা ও অন্যান্য’।

মো. আমির হোসেন শুধু বিচারিক আদালতে প্র্যাকটিস করেন; সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে নিয়মিত প্র্যাকটিস নেই। তিনি জানিয়েছেন, বিচারিক আদালতের একজন আইনজীবী হয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পলাতক আসামির পক্ষে মামলা পরিচালনা করা আইনত বৈধ। তার নিয়োগ পলাতক আসামিদের জন্য ট্রাইব্যুনালের পক্ষ থেকে করা হয়েছে।

প্রসঙ্গত, প্রথমে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল আমিনুল গনি টিটুকে। তবে তিনি ফেসবুকে শেখ হাসিনার ফাঁসি চেয়ে স্ট্যাটাস দেওয়ায় তা সমালোচনার জন্ম দেয়। এরপর রাষ্ট্র মো. আমির হোসেনকে এই দায়িত্ব দেন।

মো. আমির হোসেন ছাড়াও মামলায় রাষ্ট্রপক্ষের অভিজ্ঞ আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষের এই অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে বিচারিক আদালতের একজন আইনজীবীর অবস্থান তুলনামূলকভাবে নজরকাড়া বিষয় হিসেবে দেখা হচ্ছে।

এই নিয়োগ, বিতর্ক ও নিয়োগের প্রেক্ষাপটে মো. আমির হোসেনের ভূমিকা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পলাতক আসামি শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনায় গুরুত্বপূর্ন অধ্যায় হিসেবে ধরা হচ্ছে।

এসএইচ 

Link copied!