ভারতে পালিয়ে থাকা হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৩:২৬ পিএম
ভারতে পালিয়ে থাকা হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের কাজে চুক্তিগত অনিয়ম, দরপত্রে কারসাজি এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা।

রোববার (২১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক আব্দুল্লাহ আল মামুন দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক তানজিল হাসান আদালতে আবেদন করেন এবং শুনানি শেষে তা মঞ্জুর করা হয়। মামলাটি দুদক ১২ অক্টোবর দায়ের করে।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের, আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী এমএ মান্নান, সাবেক সচিব এমএএন ছিদ্দিক, অতিরিক্ত সচিব ফারুক জলিল, উপসচিব মোহাম্মদ শফিকুল করিম, প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল, ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান, আবদুস সালাম এবং সিএনএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনীর উজ জামান চৌধুরী, পরিচালক সেলিনা চৌধুরী ও ইকরাম ইকবাল।

মামলায় বলা হয়েছে, ২০১৬ সালে সিএনএসকে টোল আদায়ের দায়িত্ব দিতে পূর্বের দরপত্র ইচ্ছাকৃতভাবে বাতিল করা হয়। এরপর একক উৎসভিত্তিক দরপত্র আহ্বান করে শুধুমাত্র সিএনএসের সঙ্গে আলোচনা করে পাঁচ বছরের জন্য চুক্তি করা হয়। টাকার নির্দিষ্ট অঙ্ক নির্ধারণের পরিবর্তে মোট টোল আদায়ের ১৭ দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ ধার্য করা হয়।

অভিযোগ অনুযায়ী, ২০১০-১৫ মেয়াদে এমবিইএল-এটিটি টোল আদায়ের কাজের জন্য মাত্র ১৫ কোটি ৫৮ লাখ টাকা নিয়েছিল। কিন্তু সিএনএস ও পরে ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডকে ২০২২-২৫ মেয়াদের জন্য ৬৭ কোটি ৫৪ লাখ টাকা দেওয়া হয়, যা পাঁচ বছরে রূপান্তর করলে দাঁড়ায় ১১২ কোটি ৫৮ লাখ টাকা। এছাড়া তথাকথিত নতুন প্রযুক্তি স্থাপন ও অবকাঠামো ব্যয় বাবদ আরও ৬৭ কোটি ৪৩ লাখ টাকা দাবি করা হয়। এতে সরকারের ক্ষতি হয়েছে প্রায় ৩০৯ কোটি ৪২ লাখ টাকা।

মামলায় বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেছেন, যা দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

জুলাইর গণঅভ্যুত্থানের পর ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এছাড়া ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামালসহ আরও কয়েকজন ভারতেই অবস্থান করছেন।

এসএইচ

Link copied!