ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
মঙ্গলবার আদালতে এ রিমান্ড আবেদন করা হয়। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় কবিরের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এবং ঘটনার পেছনের পরিকল্পনা উদ্ঘাটনে তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এর আগে হাদি হত্যাকাণ্ডে প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম মাসুদের নাম আসে তদন্তে। পুলিশ বলছে, কবির তাঁর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ঘটনার আগে ও পরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
রিমান্ড শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশ দেবেন বলে জানান সংশ্লিষ্ট সূত্র।
এসএইচ
আপনার মতামত লিখুন :