পদ্মা অয়েলের ১৯৩ কোটি টাকার এফডিআর নিয়ে শঙ্কা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৪:৩১ পিএম
পদ্মা অয়েলের ১৯৩ কোটি টাকার এফডিআর নিয়ে শঙ্কা

ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েলের ৫টি ব্যাংকে রাখা এফডিআর-এর অর্থ আদায় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। যেসব ব্যাংক আর্থিক সংকটে এরইমধ্যে একীভূত করা হয়েছে। কোম্পানিটির সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এ তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

এস আলমের নেতৃত্বে সংকট তৈরি হওয়া ৫টি ব্যাংকে পদ্মা অয়েল থেকে ১৯৩ কোটি টাকা এফডিআর করা হয়েছে। এরমধ্যে এক্সিম ব্যাংকে ৮১ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকে ৭৯.৫৩ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকে ৫৫.৮৬ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৩৫.৫৮ কোটি টাকা ও সোশ্যাল ইসলামী ব্যাংকে ১৬.০৩ কোটি টাকা এফডিআর করা হয়েছে।

এই ৫ ব্যাংক ব্যাংককে অর্থ সংকট ও ঋণ খেলাপির মাধ্যমে ধংস করে দেওয়ায় একীভূত করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলো থেকে এফডিআর প্রত্যাহারে পদ্মা অয়েল কর্তৃপক্ষ চিঠি দিয়েছিল। তবে নগদ অর্থের সংকটে ব্যাংকগুলো সাড়া দেয়নি। এই অবস্থায় ব্যাংকগুলো থেকে এফডিআর ফেরত পাওয়া নিয়ে উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। ফলে আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ি কোম্পানিটির আর্থিক হিসাবে লোকসান দেখানো উচিত বলে জানিয়েছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ১৯৭৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া রাষ্ট্রায়াত্ত্ব পদ্মা অয়েলের পরিশোধিত মূলধনের পরিমাণ ৯৮ কোটি ২৩ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৪৭.৫৯ শতাংশ।

এএইচ/পিএস

Link copied!