শাহজালাল ব্যাংক সিকিউরিটিজের পরিচালক পর্ষদের ৩৭তম সভা অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৩, ২০১৬, ০১:২৬ এএম
শাহজালাল ব্যাংক সিকিউরিটিজের পরিচালক পর্ষদের ৩৭তম সভা অনুষ্ঠিত

সম্প্রতি শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (এসজেআইবিএসএল) পরিচালক পর্ষদের ৩৭তম সভা গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসজেআইবিএসএল-এর চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।

সভায় অন্যান্যদের মধ্যে এসজেআইবিএসএল-এর ভাইস-চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, পরিচালক ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, আক্কাচ উদ্দিন মোল্লা, আব্দুল হালিম, ব্যাংকের প্রতিনিধি পরিচালকদের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক  মো. শাহজাহান সিরাজ,এম. আখতার হোসেন, আব্দুল আজিজ, ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানী সেক্রেটারী মো. আবুল বাশার এবং শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।    


সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এমটিআই

অর্থনীতি বিভাগের সাম্প্রতিক খবর

Link copied!