আজিজ পাইপসের উৎপাদন বন্ধ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২১, ০৯:১৮ পিএম
আজিজ পাইপসের উৎপাদন বন্ধ

ফাইল ছবি

ঢাকা: পাইপ তৈরির কাঁচামালে দাম বেড়ে যাওয়া উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে শেয়ারবাজারের তালিকাভুক্ত আজিজ পাইপসের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা জানা গেছে।

জানা যায়, রোববার (১০ জানুয়ারি) থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। কবে নাগদ আবারও উৎপাদন শুরু হবে সে বিষয়ে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

কোভিড-১৯ এর কারণে সাপ্লায়াররা সময়মত পিভিসি রেসিন (প্রধান কাঁচামাল) সরবরাহ করতে পারছে না। ফলে উৎপাদন ব্যহৃত হওয়ায় কার্যক্রম বাধাগ্রস্থ হয়। এছাড়া অভ্যান্তরীণ বাজারের পিভিসি রেসিন তৈরির কাঁচামালের অস্বাভাবিক দর বৃদ্ধি পেয়েছে। যার ফলে উৎপাদন ব্যয়ের চেয়ে খবর অনেক বেড়ে যাওয়ায় কোম্পানি উদ্ভূত পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিয়েছে। 

এ পরিস্থিতিতে কোম্পানির সি-সিফটে রোববার রাত থেকে সাময়িকভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়। 

পরিস্থিতি ও কাঁচামাল পিভিসি রেসিনের সর্বরাহ স্বাভাবিক হলে তখন কোম্পানিটি আবারও উৎপাদন শুরু করবে।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ার প্রতি লোকসান হয়েছে দশমিক শূন্য ৭ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে নেগেটিভ ১৪ দশমিক ২৮ টাকা।

১৯৮৬ সালে আজিজ পাইপস শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটি বি ক্যাটাগরিতে রয়েছে। এর অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫ কোটি ৩৪ লাখ ৭০ হাজার টাকা।  আজিজ পাইপসের দীর্ঘমেয়াদি লোন ৫ কোটি ৭২ লাখ টাকা ও স্বল্পমেয়াদি লোন ১০ লাখ ২০ হাজার টাকা। ঋণাত্মক রিজার্ভ রয়েছে ২৩ কোটি ৬২ লাখ টাকা। 

কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক ৩৩ দশমিক ৮৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৪ দশমিক ৭২ শতাংশ ও সাধারন বিনিয়োগকারী ৬১ দশমিক ৪৫ শতাংশ শেয়ার ধারন করেছে।

সোনালীনিউ/এমএইচ
 

Link copied!