সূচকের পতনে সপ্তাহ শেষ, কমেছে লেনদেন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২১, ০২:৫৭ পিএম
সূচকের পতনে সপ্তাহ শেষ, কমেছে লেনদেন

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সবগুলো সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও ইউনিট। তবে গত কার্যদিবসের থেকে আজ লেনদেন কমেছে ৮১ কোটি ৬ লাখ ৬৩ হাজার টাকা

এদিন ডিএসই’র ব্রড ইনডেক্স ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১২৬১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২১৭৩ পয়েন্টে।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীনশর্ট

বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, দর কমেছে ১০৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১৬ টির। 

টাকার অঙ্কে ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৭১৩ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার টাকা। গত কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিলো ৭৯৪ কোটি ৬১ লাখ ৪২ হাজার টাকা।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!