সূচকের পতনে লেনদেন কমেছে ১৩১ কোটি টাকার বেশি

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২১, ০৩:০৯ পিএম
সূচকের পতনে লেনদেন কমেছে ১৩১ কোটি টাকার বেশি

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি এদিন গত কর্যদিবসের থেকে লেনদেন কমেছে ১৩১ কোটি ৮৬ লাখ ৯৮ হাজার টাকা। 

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ডিএসই ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ডিএসই’র ব্রড ইনডেক্স আজ ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৫০ পয়েন্ট। তবে ডিএসই-৩০ সূচক ২৫ পয়েন্ট কমে বেড়ে দাঁড়ায় ২১২০ পয়েন্টে।

এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর ও ইউনিট। আজ লেনদেন ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১ টির, দর কমেছে ১৪১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০২টির। 

আজ টাকার অঙ্কে ডিএসইতে লেনদেন হয়েছে ৮৬৩ কোটি ৮৬ লাখ ৬৯ হাজার টাকা। গত কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৯৯৫ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার টাকা।

সোনালীনিউজ/এসজি

Link copied!