অপ্রতিরোধ্য রেমিট্যান্স যোদ্ধারা, ফেব্রুয়ারিতেও রেকর্ড

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১, ২০২১, ০৯:৪১ পিএম
অপ্রতিরোধ্য রেমিট্যান্স যোদ্ধারা, ফেব্রুয়ারিতেও রেকর্ড

ফাইল ছবি

ঢাকা: মহামারি করোনা ভাইরাসের মধ্যে ফেব্রুয়ারি মাসেও দেশে রেকর্ড পরিমাণ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা।এই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭৮ কোটি ডলার।বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫ হাজার কোটি টাকা।

আগের বছরের একই সময়ে প্রবাসীরা ১৪৫ কোটি ডলার পাঠিয়েছিলেন। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় এই ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ৬১ শতাংশ। 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

প্রবাসীদের পাঠানো এই রেমিট্যান্সের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ ৪৪ দশমিক ১২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে,  গত জুলাই থেকে ফেব্রুয়ারি এই আট মাসে রেমিট্যান্স এসেছে  এক হাজার ৬৬৮ কোটি ডলার। আগের বছরের একই সময়ে এসেছিল এক হাজার ২৪৯ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক বলছে, গত আট মাসে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৫১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে,  গত জানুয়ারি মাসে প্রবাসীরা ১৯৬ কোটি ডলার পাঠিয়েছেন। আগের বছরের একই সময়ে প্রবাসীরা ১৬৪ কোটি ডলার বা ১৩ হাজার ৯৪০ কোটি টাকা পাঠিয়েছিলেন। গত বছরের জানুয়ারির তুলনায় এবারে একই মাসে রেমিট্যান্স বেড়েছে ২ হাজার ৭২০ কোটি টাকা।

ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৯ কোটি ৭৫ লাখ ডলার। আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩৪ কোটি ৬৪ লাখ ডলারের রেমিট্যান্স। পিছিয়ে নেই বিদেশি ও বিশেষায়িত ব্যাংকও। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ মার্কিন ডলার এবং এক বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে তিন কোটি ডলার।

সোনালীনিউজ/আইএ

Link copied!