অতালিকাভুক্ত ও তালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান ১৫ শতাংশ চায় ডিএসই

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৪, ২০২১, ০৪:৪৪ পিএম
অতালিকাভুক্ত ও তালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান ১৫ শতাংশ চায় ডিএসই

ঢাকা : শেয়ারবাজারের তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান ১৫ শতাংশ করার প্রস্তাব জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বর্তমানে অতালিকাভুক্ত কোম্পানিগুলোর সঙ্গে এই ব্যবধান রয়েছে সাড়ে ৭ শতাংশ।

বৃহস্পতিবার (৪ মার্চ) সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে আসন্ন ২০২১-২২ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় ডিএসই’র পক্ষ থেকে এই প্রস্তাব দেয়া হয়। 

প্রস্তাবনায় ডিএসই জানিয়েছে, বর্তমানে সাধারণ কোম্পানিগুলো ২৫ শতাংশ ট্যাক্স দেয়। যা ১৭ দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া সাধারণ ব্যাংক, ইন্স্যুরেন্স এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন (মার্চেন্ট ব্যাংক) ৩৭ দশমিক ৫০ শতাংশ ট্যাক্স দেয় তা কমিয়ে ৩২ দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। 

এছাড়া তালিকভুক্ত মুঠোফোন কোম্পানিগুলো ৪০ শতাংশ হারে ট্যাক্স দেয়। এখাত থেকে কমিয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

সোনালীনিউজ/আরএইচ
 

Link copied!