আয় বেড়েছে লুব-রেফের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ০৩:৫১ পিএম
আয় বেড়েছে লুব-রেফের

ফাইল ফটো

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, অক্টোবর’২০-ডিসেম্বর’২০ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিলো ৫২ পয়সা। 

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট ও ট্রেডিং প্ল্যাটফরমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

তথ্য অনুসারে, আইপিও পরবর্তী শেয়ার সংখ্যা বিবেচনায় সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৪১ পয়সা। 

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক (জুলাই’২০-ডিসেম্বর’২০) বা প্রথম ছয় মাসে কোম্পানিটির বেসিক ইপিএস হয়েছে ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে বেসিক ইপিএস ছিল ৭৭ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার সংখ্যা বিবেচনায় দুই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৬০ পয়সা।

পুনঃমূল্যায়নের ভিত্তিতে কোম্পানিটির প্রি-আইপিও এনএভিপিএস হয়েছে ৩৫ টাকা ৩৭ পয়সা এবং পোস্ট আইপিও এনএভিপিএস ৩৪ টাকা ৬৮ পয়সা।

উল্লেখ, বুকবিল্ডিং পদ্ধতির আইপিওতে বাজারে আসা লুব-রেফের শেয়ারের লেনদেন আগামীকাল মঙ্গলবার (৯ মার্চ) শুরু হবে। আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১৫০ কোটি টাকা সংগ্রহ করেছে। সাধারণ বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটি ২৭ টাকা দরে শেয়ার বিক্রি করেছিল।

লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড বিএনও নামে নানা মানের লুব্রিক্যান্টস অয়েল বিক্রি করে থাকে।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!