লকডাউনের বাজারে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১, ০৬:০০ পিএম
লকডাউনের বাজারে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

ঢাকা : দেশব্যাপী এক সপ্তাহের লকডাইনের প্রথমদিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইন্স্যুরেন্স ও ফার্মাসিউটিক্যালসের আধিপত্যে লেনদেন ও সূচক বৃদ্ধি পেয়েছে। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

সোমবার (৫ এপ্রিল) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটি ৩ হাজার ৬১৩ বারে ৪৫ লাখ ৮৮ হাজার ৩৬৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩২ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকা। 

দ্বিতীয় স্থানে উঠে আসা রবি আজিয়াটা লিমিটেড ৩ হাজার ৮৮৩ বারে ৪২ লাখ ২৪ হাজার ২৮১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ৯৮ লাখ টাকা।

তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা ১ হাজার ২৫১ বারে ৫ লাখ ৩৯ হাজার ৪৯৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকা।   

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাফার্জ হোলসিম বাংলাদেশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, স্কয়ারফার্মা, গ্রামীন ফোন, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রভিটা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সোনালীনিউজ/আরএইচ  

Link copied!