কঠোর বিধিনিষেধের মধ্যেও সূচকের উত্থান

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১, ১১:৪০ এএম
কঠোর বিধিনিষেধের মধ্যেও সূচকের উত্থান

ছবি : প্রতিনিধি

ঢাকা : কঠোর বিধিনিষেধের মধ্যে সূচকের উত্থানে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন আড়াইশো কোটি টাকা ছাড়িয়েছে। 

সোমবার (১৯ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বৃদ্ধি পেয়েছে।

জানা গেছে, ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৪ পয়েন্টে। ডিএসই'র অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৬ পয়েন্টে।

আজ ডিএসইতে বেলা ১১টা পর্যন্ত ২৭৩ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

ডিএসইতে আজ ৩২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১২টির, শেয়ার দর কমেছে ১২৫টির এবং ৮৪টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!