মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা বেড়েছে

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১, ১২:১৪ পিএম
মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা বেড়েছে

ফাইল ছবি

ঢাকা : শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ারপ্রতি (মুনাফা) ১৬ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৪ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৫৫ টাকা। এ হিসাবে কোম্পানিটির ইপিএস ০.০৯ টাকা বা ১৬ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৩১ টাকায়।

মুনাফা বৃদ্ধির বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকের এমডি মো. কামরুল ইসলাম চৌধুরী বলেন, ব্যাংকের ইন্টারেস্ট অব ডিপোজিটের ক্ষেত্রে গ্রাহকরা যে পরিমাণ ডিপোজিট করেছে তার বিপরীতে কম সুদ দিতে হয়েছে।তাই মুনাফা বেড়েছে।

সোনালীনিউজ/আরএইচ/এমএএইচ

Link copied!