কেনিয়ায় ওষুধ কারখানা চালুর বিষয়ে যা বললো স্কয়ার ফার্মা 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১২, ২০২১, ০৮:১৮ পিএম
কেনিয়ায় ওষুধ কারখানা চালুর বিষয়ে যা বললো স্কয়ার ফার্মা 

ঢাকা: ওষুধ উৎপাদনে কেনিয়ার নিয়ন্ত্রক সংস্থা অনুমতি দিলে এবছরের আগস্টে দেশটিতে  উৎপাদন শুরু করবে বাংলাদেশের স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

শেয়ারবাজারের তালিকাভুক্ত ওষুধ কোম্পানিটির বিদেশে কারখানা স্থাপন নিয়ে গত ৯ মে ২০২১ সালে সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা চেয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে চিঠি দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তার জবাবে বুধবার (১২ মে) একথা জানায় ওষুধ কোম্পানিটি।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, কেনিয়ার নাইরোবিতে ওষুধ উৎপাদনের সুবিধার্থে এর নির্মাণকাজ এখন সমাপ্তির পর্যায়ে রয়েছে। চলতি বছরের আগস্টের মধ্যে কেনিয়ার নিয়ন্ত্রক সংস্থার সম্মতি পেলে এটি বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে।

সোনালীনিউজ/আইএ

Link copied!