ঈদে বাজারে আসছে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৬:৫৭ পিএম
ঈদে বাজারে আসছে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট

ফাইল ফটো

ঢাকা: পবিত্র ঈদুল আযহাকে ঘিরে ৩০ হাজার কোটি টাকার বেশি নতুন নোট বাজার ছাড়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রতি বছর কোরবানি ঈদের আগে পশু বেচাকেনায় নগদ টাকার চাহিদা বেড়ে যায়। এই সময়ে বাজারে যেন নগদ অর্থের সংকট না হয় সেজন্য আসন্ন ঈদে গ্রাহকের চাহিদা অনুযায়ী নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।

২ ও ৫ টাকা থেকে ১০০০ টাকার নতুন নোটও ছাপানো আছে। কোরবানিতে পশু কেনাবেচায় বড় অঙ্কের লেনদেন বেশি হয়। তাই এবার ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট বেশি ছাড়া হচ্ছে। পাশাপাশি আগের মতোই সমপরিমাণ পুরাতন নোট বাজার থেকে অপসারণ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র একেএম মহিউদ্দিন আজাদ বলেন, প্রতি বছরই চাহিদা-সরবরাহ নীতি অনুসরণ করে সারা বছর বাজারে নতুন নোট সরবরাহ করা হয়ে থাকে।

সোনালীনিউজ/এমএইচ


 

Link copied!