সমস্যা কাটিয়ে ডিএসইতে লেনদেন শুরু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ১২:৫৩ পিএম
সমস্যা কাটিয়ে ডিএসইতে লেনদেন শুরু

ঢাকা : ট্রেডিং সফটওয়্যারে কারিগরি সমস্যা সমাধান করে লেনদেনে ফিরেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রায় ১ ঘন্টা ২০ মিনিট পর ১২ টায় পূণ:রায় লেনদেন শুরু হয়েছে।

রোববার (১৮ জুলাই) সকালে ডিএসইর ট্রেডিং সফটওয়্যারে কারিগরি সমস্যা দেখা দেয়। যাতে করে প্রায় সকাল ১১ টা ১০ মিনিটে বন্ধ হয়ে যায় লেনদেন কার্যক্রম।

এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারি গণমাধ্যমে বলেন, আমাদের সফটওয়্যারের সিষ্টেমে সমস্যা দেখা দেয়। যা শুরুতে চিহ্নিত করতে পারি নাই। তবে দ্রুত লেনদেনে ফেরার জন্য আইটি টিম কাজ করে তা সমাধান করেছে। যাতে আবারও লেনদেন শুরু হয়েছে।

তবে ডিএসইর এ জাতীয় সমস্যা নতুন না। মাঝেমধ্যেই বিনিয়োগকারীদেরকে লেনদেনের সমস্যায় পড়তে হয়। আজ লেনদেন করতে না পারাসহ এর আগে স্টক এক্সচেঞ্জটির ওয়েবসাইটে লেনদেনসহ কোন কিছুই যথাসময়ে দেখতে না পারার ঘটনা ঘটেছে।

এর আগে গত ১৮ আগস্ট বিকালে ডিএসইর আপডেট ভার্সনের ওয়েবসাইট উদ্বোধনের পরেই বড় সমস্যায় পড়ে বিনিয়োগকারীরা। ওই উদ্বোধনের পরে ১৯ ও ২০ আগস্ট ভোগান্তিতে পড়েন বিনিয়োগকারীরা।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!