সোনালী সিকিউরিটিজসহ ৫২ ব্রোকারেজ হাউজকে সনদ প্রদান 

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৫:৫০ পিএম
সোনালী সিকিউরিটিজসহ ৫২ ব্রোকারেজ হাউজকে সনদ প্রদান 

সোনালী সিকিউরিটিজের এমডির কাছে সনদ হস্তান্তর করছেন বিএসইসি চেয়ারম্যান

ঢাকা: শেয়ারবাজারে শেয়ার কেনা-বেচার জন্য নতুন কমিশনের অনুমোদিত ৫৫টি ব্রোকারেজ হাউজ বা ট্রেকের (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) মধ্যে সোনালী সিকিউরিটিজ লিমিটেডসহ ৫২টির সনদ হস্তান্তর করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাকি ৩টি ব্রোকারেজ হাউজ বিএসইসি'র ক্রাইটেরিয়া পূরণ করতে না পারায় তাদের সনদ হস্তান্তর স্থগিত করা হয়েছে।

নতুন ট্রেক হস্তান্তর উপলক্ষে নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনে শনিবার (০৪ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ৫২টি ব্রোকারেজ হাউজের প্রতিনিধিদের মাঝে সদন হস্তান্তর করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

ইউনুস গ্রুপের এমডি মোহাম্মদ ইউনুছের সঙ্গে সোনালী সিকিউরিটিজের এমডি শরিফ হাসান

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ডিএসইর পরিচালক সালমা নাসরিন, ডিবিএ সভাপতি শরীফ আনোয়ার হোসেন ও ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া।

অনুষ্ঠানে সোনালী সিকিউরিটিজের সদন গ্রহণ করেন এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার (অব:) শরীফ হাসান। এসময় ইউনুস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলন।

ইউনুস গ্রুপের এমডি মোহাম্মদ ইউনুছসহ অন্যান্যরা

সোনালী সিকিউরিটিজ ছাড়া নতুন সনদপ্রান্ত অন্যান্য ট্রেকগুলো হলো- কবির সিকিউরিটিজ, মোনার্ক হোল্ডিংস, সোহেল সিকিউরিটিজ, যমুনা ব্যাংক সিকিউরিটিজ, আরএকে ক্যাপিটাল, স্নিকদা ইক্যুইটিস, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ, সাউথ এশিয়া সিকিউরিটজ, ট্রিস্টার সিকিউরিটজ, ৩আই সিকিউরিটজ, কেডিএস শেয়ার অ্যান্ড সিকিউরিটজ, আল হারমাইন সিকিউরিটজ, মির সিকিউরিটজ, টি.কে. শেয়ার অ্যান্ড সিকিউরিটজ, এনআরবি ব্যাংক সিকিউরিটিজ, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট, আমায়া সিকিউরিটজ, প্রোটেন্সিয়াল ক্যাপিটাল, তাকাফুল ইসলামি সিকিউরিটজ, বিএনবি সিকিউরিটজ, অগ্রনী ইন্স্যুরেন্স সিকিউরিটজ, মাহিদ সিকিউরিটজ, বারাকা সিকিউরিটজ, এএনসি সিকিউরিটজ, এসএফআইএল সিকিউরিটজ, তাসিয়া সিকিউরিটজ, ডেনিস্টি সিকিউরিটজ, ক্লিসটাল সিকিউরিটজ এবং ট্রেড এক্স সিকিউরিটজ লিমিটেড, অ্যাসুরেন্ট সিকিউরিটিজ এন্ড ম্যানেজমেন্ট লিমিটেড, ক্যাল সিকিউরিটিজ লিমিটেড, এসবিআই সিকিউরিটিজ লিমিটেড (সাবসিডিয়ারি অব সোনার বাংলা ইন্স্যুরেন্স কেম্পানি লিমিটেড), উইংস ফিন লিমিটেড, ফারইস্ট শেয়ারস এন্ড সিকিউরিটিজ লিমিটেড, ট্রাস্ট রিজিওনাল ইকুইটি লিমিটেড, ইন্নোভা সিকিউরিটিজ লিমিটেড, এমকেএম সিকিউরিটিজ, স্মার্ট শেয়ার, বিনিময় সিকিউরিটিজ, রিলিফ এক্সচেঞ্জ, আমার সিকিউরিটিজ, ব্যাং জি জিও টেক্সটাইল, মিনহার সিকিউরিটিজ, বিপ্লব হোল্ডিংস, এসোসিয়েটেড ক্যাপিটাল সিকিউরিটিজ, বি রিচ, কলম্বিয়া শেয়ার, রহিমা ইক্যুইটি, এম্পেরর সিকিউরিটিজ, বি অ্যান্ড বিএসএস ট্রেডিং ও এনওয়াই ট্রেডিং।

নতুন সনদপ্রান্ত ৫২ ট্রেকের প্রতিনিধিদের সঙ্গে বিএসইসি চেয়ারম্যানসহ অন্যান্যরা

সনদ হস্তান্তর না করা ট্রেকগুলো হলো- মেট্রিক্স সিকিউরিটিজ লিমিটেড, ব্রিজ স্টক অ্যান্ড ব্রোকারেজ এবং ডিপি৭ লিমিটেড।

ওই ৩টি ট্রেককে সনদ হস্তান্তর না করার বিষয়ে ডিএসই'র মুখপাত্র মো. শফিকুর রহমান সোনালীনিউজকে বলেন, সনদ পেতে টাকা জমা দিয়ে আবেদন না করার কারণে অনুমোদিত ৩টি ব্রোকারেজের সদন আজ দেয়া হয়নি। তারা যদি আইন মেনে পরবর্তীতে শর্ত পূরণ করে তাহলে তাদেরও সনদ দেওয়া হবে।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!