সেরা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করবে বিএসইসি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১, ০২:৫৯ পিএম
সেরা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করবে বিএসইসি

ফাইল ছবি

ঢাকা: শেয়ারবাজারে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে আরও ভাল সেবাদানে উৎসাহিত করতে পুরস্কার চালু করা হচ্ছে। তিনটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে। ক্যাটাগরি তিনটি হচ্ছে- স্টক ব্রোকার ও ডিলার, মার্চেন্ট ব্যাংকার এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৭৯৯তম কমিশন সভায় গতকাল এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, প্রতি ক্যাটাগরিতে একটি করে প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারের নাম হবে-স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার। প্রথম বারের পুরস্কার ২০২০ সালের পারফরম্যান্সের আলোকে প্রদান করা হবে।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!