ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০৪:২৯ পিএম
ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

ফাইল ছবি

ঢাকা: বে-মেয়াদি ‘ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ড (শুরু-শেষ)’-এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। 

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৮০৮ তম সভায় এ অনুমোদন দেয়া হয়। 

জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৩৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ‘ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টে লিমিটেড’ পাঁচ কোটি টাকা প্রদান করেছে (ফান্ডের প্রাথমিক আকারের ১৪.২৮৫ শতাংশ) এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীগণের জন্য উম্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। 

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হলো ‘ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টে লিমিটেড’।

ফান্ডের ট্র্যাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ‘সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এবং ‘ব্র্যাক ব্যাংক লিমিটেড’।

সোনালীনিউজ/এমএইচ

অর্থনীতি বিভাগের সাম্প্রতিক খবর

Link copied!