পুঁজিবাজারে আসছে ‘রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড’ নতুন বিধিমালা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৪, ০৭:৩৭ পিএম
পুঁজিবাজারে আসছে ‘রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড’ নতুন বিধিমালা

ফাইল ফটো

ঢাকা: শেয়ারবাজারের মাধ্যমে রিয়েল এস্টেট সেক্টরে অর্থায়নের সুযোগ সৃষ্টি এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে ‘রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড’ নামে একটি বিধিমালা করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ সংক্রান্ত বিধিমালার খসড়া অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, শেয়ারবাজারের মাধ্যমে রিয়েল এস্টেট সেক্টরে অর্থায়নের সুযোগ সৃষ্টি এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে ‘রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড রুলস-২০২৪’ নামে একটি নতুন বিধিমালার খসড়া অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

তিনি জানান, এই খসড়া বিধিমালার ওপর সংশ্লিষ্ট সবার মতামত, পরামর্শ বা আপত্তি আহ্বান করে দেশের বহুল প্রচারিত কমপক্ষে দুইটি বাংলা এবং একটি ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়াইএ

Link copied!