বন্ড ছেড়ে শেয়ারবাজার থেকে টাকা তুলবে এসএস স্টিল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪, ১২:০৫ পিএম
বন্ড ছেড়ে শেয়ারবাজার থেকে টাকা তুলবে এসএস স্টিল

ঢাকা : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বন্ড ইস্যু করার মাধ্যমে কোম্পানিটি ৫০০ কোটি টাকা সংগ্রহ করতে চায়।

সোমবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল শনিবার (০৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে বন্ড ইস্যু করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএস স্টিলের ইস্যুকৃত এ বন্ডটি হবে একটি ৭ বছর মেয়াদী আন-সিকিউরড, কনভার্টিবল বা রিডিমেবল কুপন বিয়ারিং বন্ড। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টে ইস্যু করা হবে।

উত্তেলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ এবং বিদ্যমান বিএমআরই প্রকল্পের আধুনিকীকরণ, পুনর্বাসন, এবং সম্প্রসারণ করবে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ বন্ড ইস্যু করা হবে।

এমটিআই

Link copied!