প্রথম বছরে লভ্যাংশে চমক এনআরবি ব্যাংকের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ০৩:৩৯ পিএম
প্রথম বছরে লভ্যাংশে চমক এনআরবি ব্যাংকের

ঢাকা: পুঁজিবাজারে ২০২৪ সালে তালিকাভুক্ত হয়েছে এনআরবি ব্যাংক। তারপরেও ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ব্যবসায় অর্জিত মুনাফা থেকে ২০২৪ সালে ইস্যু করা শেয়ারের বিপরীতে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে উদ্যোক্তা/পরিচালকেরা ৬ শতাংশ হারে নেবেন লভ্যাংশ। 

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩৫ টাকা। আর গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৭৮ টাকায়।

এনআরবি ব্যাংকের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২ জুন রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।

এআর

Link copied!