পাওয়ার গ্রীডের প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৯, ২০২৪, ০৬:১৪ পিএম
পাওয়ার গ্রীডের প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রীড কোম্পানির ২৫০ কোটি ৫৪ লাখ প্রেফারেন্স বা অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা শেয়ার মানি ডিপোজিট থেকে ইস্যু করা হবে। ফলে কোম্পানিটিতে কোন টাকা ঢুকবে না।

সোমবার (১৯ মে) বিএসইসির নিয়মিত ৯১০তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিএসইসি জানিয়েছে, ১০ টাকা অভিহিত মূল্যে ইরিডিমঅ্যাবল ও ননকিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। অর্থাৎ কোম্পানিটি থেকে ২ হাজার ৫০৫ কোটি ৪০ লাখ টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। এক্ষেত্রে কোট টাকা কোম্পানিতে ঢুকবে না। যে শেয়ার কমন বা সাধারন শেয়ারের থেকে বেশি অগ্রাধিকার পাবে।

আইএ

Link copied!