সাতদিন বন্ধ থাকার পর হিলি বন্দর কার্যক্রম শুরু

  • দিনাজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৬, ১২:৪৫ পিএম
সাতদিন বন্ধ থাকার পর হিলি বন্দর কার্যক্রম শুরু

দুর্গোৎসব ও মহররম উপলক্ষে সাত দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

আজ শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক আসতে শুরু করে। এতে কর্মব্যস্ত হয়ে ওঠে বন্দর এলাকা।

বন্দরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন জানান, দুর্গাপূজা ও মহররম উপলক্ষে ৭ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত হিলি বন্দরে ছুটি থাকায় এ সময় পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ ছিল। আজ ফের আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম শুরু হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Link copied!