ব্যবসা-বিনিয়োগ সম্প্রসারণে

ঢাকা চেম্বার বাণিজ্য প্রতিনিধিদলের শ্রীলংকা সফর

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ০৫:১৫ পিএম
ঢাকা চেম্বার বাণিজ্য প্রতিনিধিদলের শ্রীলংকা সফর

ঢাকা : বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের অধিকতর উন্নয়ন, সার্কভুক্ত দেশটিতে বাংলাদেশী রপ্তানিমুখী পণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২২ সদস্য বিশিষ্ট একটি বাণিজ্য প্রতিনিধিদল সোমবার (১৬ জুন) শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

এ সফরকালে, ঢাকা চেম্বারের বাণিজ্য প্রতিনিধিদলটি আগামী ১৭, ১৮ ও ১৯ জুন, ২০২৫ তারিখে যথাক্রমে সিলন চেম্বার অব কমার্স, ন্যাশনাল চেম্বার অব এক্সপোটার্স অফ শ্রীলংকা এবং ন্যাশনাল চেম্বার অব কমার্স অব শ্রীলংকা-এর সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা সভা ও বিটুবি ম্যাচ-মেকিং সেশনে অংশগ্রহণ করবে।যার মাধ্যমে প্রতিনিধিদলের সদস্যবৃন্দ বাণিজ্য জোরদার ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ পাবেন। 

উক্ত সফরকালে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল শ্রীলংকার শিল্প বিষয়ক মন্ত্রীসহ পররাষ্ট্র এবং অর্থ উপমন্ত্রীর সাথেও সৌজন্য সাক্ষাৎ করবে।   

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ও শ্রীলংকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৩৪.০৬ মিলিয়ন মার্কিন ডলার। বিদ্যমান অবস্থা বিবেচনায়, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্যসেবা ও ফার্মাসিউটিক্যালস, পর্যটন ও আতিথেয়তা, নবায়নযোগ্য জ্বালানী, নির্মাণ ও অবকাঠামো, লজিস্টিক ও সাপ্লাই চেইন, তথ্য-প্রযুক্তি এবং ডিজিটাল ও আর্থিক পরিষেবা প্রভৃতি সম্ভবানাময় খাতে শ্রীলঙ্কার একক ও যৌথ বিনিয়োগ বাড়াতে ঢাকা চেম্বারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এএইচ/পিএস

Link copied!