৮১১০০ মার্কিন নারী পেলেন গ্রামীণ ঋণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৮, ২০১৬, ০১:৪৫ পিএম
৮১১০০ মার্কিন নারী পেলেন গ্রামীণ ঋণ

গ্রামীণ আমেরিকা ৫০ কোটি ডলার ঋণ বিতরণের মাইলফলক অতিক্রম করেছে। শুধু তাই নয়, ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ঋণ পেয়েছেন ৮১ হাজার ১০০ মার্কিন নারী। ঢাকার ইউনূস সেন্টার সূত্রে এই তথ্য জানা গেছে।

২৪ অক্টোবর নিউ ইয়র্কে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রামীণ আমেরিকার পরিচালনা পরিষদের সভায় এই ঘোষণা দেওয়া হয়।

ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ জানিয়েছেন, ২০০৮ সালে নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১১টি শহরে দরিদ্র মহিলাদের ক্ষুদ্র ঋণ দেওয়া শুরু করে গ্রামীণ আমেরিকা।

তিনি জানান, এ পর্যন্ত ৮১ হাজার ১০০ জন মহিলাকে তাদের ক্ষুদ্র ব্যবসায়ে বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানটি ৫৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে।

জানা গেছে, গ্রামীণ আমেরিকা এ পর্যন্ত ২ লাখ ৪২ হাজার ৪৪৫টি ঋণ অনুমোদন করেছে। এই ব্যবসাগুলো থেকে নতুন করে ৭৫ হাজার ১৫৫ জনের কর্মসংস্থান হয়েছে।
প্রসঙ্গত, প্রফেসর ইউনূস গ্রামীণ আমেরিকার চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!