বিএমআরই ও নতুন কোম্পানি অধিগ্রহণ করবে স্কয়ার টেক্সটাইলস

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ১১:১৭ এএম
বিএমআরই ও নতুন কোম্পানি অধিগ্রহণ করবে স্কয়ার টেক্সটাইলস

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইলস পিএলসি তার কারখানা সম্প্রসারণ ও আধুনিকায়ন (বিএমআরই) করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, একই বৈঠকে স্কয়ার টেক্সকম লিমিটেড নামে একটি কোম্পানি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলোচিত বৈঠকে। কারখানা বিএমআরই ও স্কয়ার টেক্সকমকে অধিগ্রহণে ৪০ কোটি টাকা ব্যয় হবে।

আলোচিত বৈঠকে গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচিত বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৭ টাকা ২৪ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৫ টাকা ৮৯ পয়সা।

এএইচ/এম

Link copied!