ফাইল ছবি
ঢাকা: নানান সংস্কার আর কর্মপরিকল্পায়ও পুঁজিবাজারের অব্যাহত পতনকে থামানো যাচ্ছে না। বরং টানা পতনে সর্বস্ব হারাচ্ছেন বিনিয়োগকারীরা। পতনের এই ধারা সোমবার (১০ নভেম্বর) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসেও অব্যাহত ছিল দেশের উভয় পুঁজিবাজারে।
এদিন দেশের উভয় শেয়ারবাজার যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচক কমেছে। কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর।
ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ১১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১০ পয়েন্টে ও ১ হাজার ৯১০ পয়েন্টে।
ডিএসইতে আজকের পতন নিয়ে টানা সাত কর্মদিবস সূচকের পতন হয়েছে। এই সাত দিনে ডিএসইর প্রধান সূচক হারিয়েছে ২৬২ পয়েন্ট।
আজ ডিএসইতে ৩৫৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেনে হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪০২ কোটি টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে ডিএসইতে ৪৬ কোটি টাকা লেনদেন কমেছে।
ডিএসইতে এদিন লেনদেন অংশ নিয়েছে ৩৮৬টি কোম্পানি। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭০টির, দর কমেছে ২৭৫টির আর দর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সব সূচক কমেছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৪০ পয়েন্ট কমে দাঁড়ায় ১৩ হাজার ৭৪৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৭৪ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৭৪ পয়েন্ট এবং সিএসআই ৮ পয়েন্ট কমে দিন শেষে দাঁড়ায় যথাক্রমে ৮ হাজার ৫০৪ পয়েন্টে, ১ হাজার ৫৯ পয়েন্টে, ১২ হাজার ৩২৭ পয়েন্টে এবং ৮৬২ পয়েন্টে।
এদিন সিএসইতে ১৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। আর দিনটিতে মোট ১৭৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৭টির, দর কমেছে ১২৭টির আর দর অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির।
পিএস
আপনার মতামত লিখুন :