ব্যাংকের কার্ডে হোটেলে ৪০% ছাড়, শাহ্জালাল ইসলামী-বেস্ট ওয়েস্টার্ন চুক্তি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৭:৫৪ পিএম
ব্যাংকের কার্ডে হোটেলে ৪০% ছাড়, শাহ্জালাল ইসলামী-বেস্ট ওয়েস্টার্ন চুক্তি

ছবি: প্রতিনিধি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের মধ্যে মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ এবং হোটেলের সিইও সাহাদাত হোসাইন বাহার উভয় পক্ষের হয়ে চুক্তি স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের রুম ভাড়ায় ৪০ শতাংশ ছাড়ের সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি ও সিএফও মো: জাফর ছাদেক, এসইভিপি ও ইনভেস্টমেন্ট মনিটরিং বিভাগের প্রধান আরুমানা কুতুবুদ্দিন, এসইভিপি ও ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো: আমজাদ হোসেন, এসইভিপি ও অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান তারিকুল ইসলাম, ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মো: রিয়াদ হোসেন এবং হোটেলের হেড অব সেলস আবু সেহেরীফরহাদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ 

Link copied!