‘পে-স্কেল না পেলে পরিবার চালানো কঠিন হয়ে যাবে’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:০৯ পিএম
‘পে-স্কেল না পেলে পরিবার চালানো কঠিন হয়ে যাবে’

ফাইল ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন নবম পে-স্কেলের বাস্তবায়নের জন্য। তারা জানান, পে-স্কেল না পেলে পরিবার চালানো কঠিন হয়ে যাচ্ছে। কিছু কর্মচারী মোশারফ হোসাইন লিখেছেন, পে-স্কেল না পেলে বৃদ্ধ বাবা-মা নিয়ে সংসার টিকানো কঠিন হয়ে যাচ্ছে।

অন্যান্য কর্মচারীরাও এই দাবিতে সমর্থন জানিয়েছেন। মো. মোমিন লিখেছেন, পে-স্কেল কর্মচারীরা ভিক্ষা চাই না, বাড়ি বা গাড়ী করতে চায় না, শুধু পেটের ক্ষুধা নিবারণের জন্য নবম পে-স্কেল বাস্তবায়ন চায়। মো. মোমিনুল হক আশা প্রকাশ করেছেন, আজকের বৈঠকে পে-স্কেল নিয়ে ভালো খবর আসতে পারে।

কিছু কর্মচারী আরও দীর্ঘমেয়াদী ও আবেগমিশ্রিত বার্তা দিয়েছেন। জোহা খান লিখেছেন, এই দেশের ১৮ লাখ সরকারি কর্মচারী এবং তাদের পরিবার–পরিজন মিলিয়ে প্রায় তিন কোটির কাছাকাছি মানুষের কষ্ট ও চোখের পানি রয়েছে। তিনি প্রার্থনা করেছেন, নবম পে-স্কেল যেন বাস্তবায়িত হয়, যাতে কর্মচারীরা সম্মানের সঙ্গে পরিবার চালাতে পারেন, ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তি পান এবং রাষ্ট্রের সেবা আরও মনোযোগ ও সততার সঙ্গে করতে পারেন।

নবম পে-স্কেল সংক্রান্ত রুদ্ধদ্বার বৈঠক এখনও চলছে। বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কমিশনের এক সদস্য জানিয়েছেন, সভা এখনো শেষ হয়নি। বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, তবে আরও কিছু সময় লাগবে।

কমিশন সূত্রে জানা গেছে, অনলাইনে প্রাপ্ত মতামত এবং বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রস্তাবনা বিশ্লেষণ করার পর সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে সুপারিশ চূড়ান্ত করার চেষ্টা চলছে। তবে পে-স্কেলের সঙ্গে জড়িত বিভিন্ন বিষয় এবং বিশদ বিশ্লেষণ প্রয়োজন হওয়ায় এক বৈঠকে চূড়ান্ত সুপারিশ সম্ভব হচ্ছে না।

কমিশনের এক কর্মকর্তা বলেন, কর্মচারীরা আন্দোলন করতে পারে, তবে কমিশনের কাজ হলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবসম্মত সুপারিশ প্রস্তুত করা।

শুধু তাই নয়, কমিশন প্রতিটি প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করছে, যাতে পেশাগত ও আর্থিক স্বার্থের সমন্বয় করে কার্যকর সুপারিশ দেওয়া যায়। কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, শেষপর্যায়ে সুপারিশ কার্যকর হলে কর্মচারীরা সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন এবং রাষ্ট্রের সেবা আরও মনোযোগী ও সততার সঙ্গে প্রদান করতে পারবেন।

এসএইচ 

Link copied!