বছরের প্রথম দিনই কমলো সব ধরনের জ্বালানি তেলের দাম

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ১০:৪৭ এএম
বছরের প্রথম দিনই কমলো সব ধরনের জ্বালানি তেলের দাম

নতুন বছরের শুরুতে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। জানুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম ২ টাকা করে কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বুধবার (৩১ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ঘোষিত নতুন দাম বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১০২ টাকা, কেরোসিনের দাম ১১৪ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা এবং অকটেনের দাম ১২২ টাকা।

সরকার গত বছরের মার্চ মাস থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতির আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করা হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক বাজারের দর অনুসরণ করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও প্রতি মাসে নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এম

Link copied!