ইসলামী ব্যাংকিংয়ে আজীবন নেতৃত্বের স্বীকৃতি পেলেন ওমর ফারুক খাঁন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৩:১৮ পিএম
ইসলামী ব্যাংকিংয়ে আজীবন নেতৃত্বের স্বীকৃতি পেলেন ওমর ফারুক খাঁন

ফাইল ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খাঁন ইসলামী ব্যাংকিং খাতে আজীবন অবদান ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ লাইফটাইম এক্সিলেন্স ইন ইসলামী ব্যাংকিং লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন। গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ডস ২০২৫-এ তাঁকে এই সম্মাননা প্রদান করে প্রবাসী সংগঠন এনআরবি ওয়ার্ল্ড।

আন্তর্জাতিক প্রবাসী দিবস উপলক্ষে গত ৩০ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রবাসী উদ্যোক্তা, শিল্পপতি, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষক ও তথ্যপ্রযুক্তি পেশাজীবীসহ প্রায় ২৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকিং খাতে দীর্ঘদিনের কর্মজীবনে মোহাম্মদ ওমর ফারুক খাঁন নৈতিক ব্যাংকিং, শরিয়াহভিত্তিক আর্থিক সেবা বিস্তার এবং টেকসই অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর গতিশীল নেতৃত্বে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

এই সম্মাননা ইসলামী ব্যাংকিং খাতে তাঁর অবদানকে আন্তর্জাতিক পরিসরে নতুনভাবে স্বীকৃতি দিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএইচ 

Link copied!